জামালপুরের ইসলামপুর উপজেলায় কুখ্যাত ডাকাত দলের সর্দার সুজন তরফদারকে (৪০) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর বাজারে এ ঘটনটি ঘটে।
নিহত ডাকাত সুজন তফরদার উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বরুল গ্রামের মৃত আকবর আলী তরফদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, যমুনাচরে নৌ-ডাকাত ও ১৩ টি মামলার আসামি সুজন তরফদার।মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর বাজারে মডেল মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন।
এ সময় পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
ইসলামপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান,পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজনকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুরে শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।