মহামারি করোনার প্রকোপ রোধে দেশজুড়ে চলমান লকডাউনের মধ্যে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরদিন বুধবার কক্সবাজার বাদে অভ্যন্তরীণ অন্য গন্তব্যগুলোতে ফ্লাইট চালু হয়।
এ ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, সকাল থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশালে ইউএস-বাংলার পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল হয়নি।
এদিকে নভো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার তাদের ছয়টি রুটে ১১টি ফ্লাইট পরিচালনা করার সিডিউল রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আটটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার কক্সবাজার ব্যাতীত দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালু করার কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সানবিডি/এনজে