মাস্তিজাদে সিনেমায় ভুল কিছু করিনি: সানি লিওন

প্রকাশ: ২০১৬-০১-১১ ১০:২০:২৯


sunny-leoneইন্দোকানাডিয়ান পর্নস্টার তার নতুন সিনেমা মাস্তিজাদে প্রসঙ্গে বলেছেন, মাস্তিজাদে সিনেমায় যা করেছি কোনো ভুল করিনি। আমি এবং সিনেমার পরিচালক মিলাভ জাভেরি মিলেই সিদ্ধান্ত নিয়েছি কী করা যায়।

পরিচালক আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি বলেন, দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে আমি চিন্তা করছি না। আগামী ২৯ জানুয়ারি মাস্তিজাদে সিনেমা মুক্তি পাবে। সিনেমায় ডাবল চরিত্রে অভিনয় করেছেন সানি। সানি ছাড়াও আরও অভিনয় করেছেন তুষার কাপুর এবং ভীর দাস।

সানি বলেন, আমাকে নিয়ে দর্শকদের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু আমি দর্শকদের প্রতিক্রিয়া এতো গুরুত্বসহকারে নেই না। যদি কেউ ভেবে থাকে যে আমি পর্দায় খারাপ কিছু করেছি সেটা তারা ভাবতেই পারে। আমি এটা নিয়ে কিছু বলবো না। একজন অভনয়শিল্পী হিসেবে যদি আপনি বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আসেন তাহলে আপনি ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন না।

সানবিডি/ঢাকা/এসএস