ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কে লিক হয়ে ২২ করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়ার রোগীর সবাই ভেন্টিলেশনে ছিলেন। অক্সিজেন না পেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার রাজ্যের নাসিক শহরের জাকির হোসেন হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃতদের পরিবারর দাবি, অক্সিজেনের ট্যাঙ্কে লিকের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ভেন্টিলেটর। তার ফলে মৃত্যু হয়েছে।
তবে বিষয়টি সরাসরি স্বীকার না করলেও মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী জানিয়েছেন, একটি অক্সিজেনের ট্যাঙ্কে লিকের সঙ্গে মৃত্যুর যোগ থাকতে পারে। ঘটনায় ইতোমধ্যে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
সানবিডি/এনজে