ইবি উপ-উপাচার্যের পদত্যাগ

প্রকাশ: ২০১৬-০১-১১ ১০:৩৮:০০


Pro.vc.iuব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী বিশ^বিদ্যলয়ের উপ উপাচার্য প্রফেসর ড: শাহিনুর রহমান পদত্যাগ করেেছন। বিশ্ববদ্যিলয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যলয়ে ভিসি প্রফেসর আব্দুল হাকিম সরকারের কাছে উপ উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান পদত্যাগ পত্রের অনুলিপি জমা দেন।

শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর করা পদত্যগপত্রের আনুলিপিতে প্রফেসর ড. শাহিনুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের করার উল্লেখ রয়েছে।উপ উপাচার্য পদ থেকে পদত্যাগ করার পর তিনি তার পূর্ব কর্মস্থল বিশ^বদ্যিলয়ের ইংরেজী বিভাগে যোগদান করার জন্য আর ও একটি আবেদন বিশ^বিদ্যলয়ের রেজিস্টার বরাবর জমা দেন।

এ বিষয়ে উপ উপাচার্য প্রফেসর ড:শাহিনুর রহমান বলেন,সরকার আমাকে প্রো-ভিসি করায় আমি কৃতজ্ঞ।আমার কর্তব্যগুরুত্ব সহকারে পালন করেছিা। একাডেমিক বিষয়ের উপর গুরুত্ব দিতে চাচ্ছি।

এ ব্যপারে বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ বলেন,বেলা সাড়ে ১১ টার দিকে উপ উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান শিক্ষা সচিব বরাবর পদত্যাগের অনুলিপি উপাচার্যের কাছে জমা দেন। একই সাথে ইংরেজী বিভাগে যোগদান করার জন্য আর ও একটি আবেদন বিশ^বিদ্যলয়ের রেজিস্টার বরাবর জমা দেন।

বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর ড:আব্দুল হাকিম সরকার বলেন,পদত্যাগপত্রের আনুলিপি হাতে পেয়েছি।এ ব্যাপারে সরকারের আদেশ ছাড়া আমি কিছু মন্তব্য করতে পারবনা।

সানবিডি/ঢাকা/এসএস