
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টে যেমন ব্যাটিং করছিলেন, ডাবল সেঞ্চুরিটা প্রাপ্য ছিল। তবে সেটা আর হলো না। ক্যারিয়ারসেরা ইনিংসটা ১৬৩ রানেই থামলো নাজমুল হোসেন শান্তর। লঙ্কান পেসার লাহিরু কুমারার কাছে ফিরতি ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
আর তাতেই ভেঙেছে মুমিনুল হকের সঙ্গে তার ২৪২ রানের চোখ ধাঁধানো জুটিটি। টেস্টে তৃতীয় উইকেটে এটিই বাংলাদেশের ইতিহাসসেরা জুটি। ৩৭৮ বল খেলে ১৭ বাউন্ডারি আর এক ছক্কায় নিজের ইনিংসটি সাজান শান্ত।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুশফিকুর রহীম। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৬০ রান। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পাওয়া মুমিনুল আউট হয়েছেন ১২৭ রানে। মুশফিকুর রহিম ২২ এবং লিটন দাস ১২ রানে অপরাজিত আছেন।
সানবিডি/এনজে