সিরাজগঞ্জে র্যাব -১২’র অভিযানে অনলাইনের ২ শীর্ষ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জের সলংগা থানার দত্তকুশা বুড়িবাড়ী গ্রামের মিলন মাহমুদ (২৩) ও শাহ আলম (১৭)।
র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অবৈধ জুয়ার লেনদেনের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা নিজস্ব মোবাইল ডিভাইস বিকাশের মাধ্যমে অবৈধভাবে জুয়া পরিচালনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন অন লাইন জুয়া পরিচালনা করে আসছিল।
উদ্ধারকৃত বিকাশ একাউন্ট নম্বারের বর্তমানে (জব্দ কালীন সময়) স্থিতি আছে ১০ লাখ ৮৩ হাজার ৫৭৩ টাকা। এ ২ শীর্ষ জুয়াড়ি গ্রেফতার হওয়ায় এলাকায় কিছুটা স্বস্থিও ফিরে এসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়ছে।