হঠাৎ চরম ক্ষতিকর মাত্রায় পৌঁছেছে রাজধানীর বায়ুমান। কঠোর বিধি-নিষেধের প্রথম দুই-একদিন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কারণে স্বাস্থ্যকর মাত্রার কাছাকাছি পৌঁছায় ঢাকার বায়ু। কিন্তু এরপরে যানবাহন চলাচল বাড়তে থাকলে দূষণের মাত্রাও বাড়ে। শনিবার (২৪ এপ্রিল) সেই মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ক্ষতিকর মাত্রায় পৌঁছেছে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাই সফটওয়্যার এয়ার ভিজ্যুয়ালে এই তথ্য দেখা যায়।
এয়ার ভিউজ্যুয়ালের তথ্য বলছে, সকাল ১০টা ৩ মিনিটে ঢাকার বায়ুমান ছিল ৪৮৯ একিউআই। যা স্বাভাবিকের তুলনায় ৮ গুণ বেশি। এই সময় ঢাকা পোঁছে যায় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় সবার শীর্ষে। দ্বিতীয় নম্বরে থাকা নেপালের কাঠমান্ডু শহরের সংগে ঢাকার বায়ুমান পার্থক্য ছিলো ১৫০ একিউআইয়ের বেশি।
তবে বেলা ১১টার পর ঢাকার বায়ুমান সূচক কিছুটা কমে ২০৭ একিউআইয়ে পৌঁছে। এই সময় ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে ধূলিকনার উপস্থিতি পাওয়া যায় ১৫৭ মাইক্রোগ্রাম।
উল্লেখ্য, পরিবেশ অধিদফতরের মানমাত্রায় মানুষের স্বাভাবিক বায়ু সহ্য ক্ষমতা রয়েছে ৫০ একিউআই পর্যন্ত। দীর্ঘদিন পর গত ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকার বায়ু ৫০ একিউআইয়ের কাছাকাছি পাওয়া য়ায়।