মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদার পাশাপাশি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর ইউরোপের বাজারে জ্বালানি পণ্যটির চাহিদা বেড়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে করোনা পরিস্থিতির মধ্যেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। খবর রয়টার্স।
এ ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনাকালে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বিশ্ববাজারে কমতে থাকে। তবে পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এতে বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধিও। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপে জ্বালানি চাহিদা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এ পরিস্থিতিতে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য গতকাল ২১ সেন্ট অথবা দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ ডলার ৬১ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার এই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৮ সেন্ট বেড়ে যায়।
সানবিডি/এনজে