দিদিমার গর্ভে নাতনির জন্ম!
প্রকাশ: ২০১৬-০১-১১ ১২:০৯:৫৩

কথায় বলে বিজ্ঞানের যুগে সবই সম্ভব। তাই বলে দিদিমার গর্ভে জন্ম হবে নাতনির! এমনটা বোধ হয় আশা করা যায়নি। কিন্তু সেটাই সম্ভব হল টেক্সাসে। স্যারোগেসি প্রক্রিয়ায় ৫৪ দিদিমা জন্ম দিলেন নাতনির।
পরপর তিনবার সন্তান নষ্ট হয়েছে কেলির। কেলি ও অ্যারন বারবার সন্তানের জন্য চেষ্টা করলেও তা সফল হয়নি। সব চিকিৎসাও বিফলে গিয়েছে। ২০১৪ তে শেষবার চেষ্টা করেও কোনও আভ না হওয়ায় ভেঙে পড়ে ওই দম্পতি। এরপর কেলির মা ট্রেসি থম্পসন স্যারোগেসির অফার দেন। ইনভিট্রো ফার্টিলাইজেশন করার সময় মেডিক্যাল সেন্টারে রয়ে গিয়েছিল ভ্রূণ। সেই ভ্রূণ নিজের গর্ভে প্রতিস্থাপন করান তিনি। কেলির কথায়, ‘আমার মা আমাকে সবথেকে সুন্দর উপহার দিয়েছে।’ তবে সন্তান গর্ভ ধারণ করার মত শারীরিক অবস্থায় আনতে একাধিক চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে ট্রেসিকে। তিনি তাঁর মেয়ের জন্য এটা করতে পেরে অত্যন্ত খুশি।
গত বছরের এপ্রিলে তাঁর গর্ভে ভ্রূণ স্থাপন করা হয়। সম্প্রতি তিনি ৬ পাউন্ডের এক শিশুকন্যার জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে কেলসি, মা ও দিদিমার নাম মিলিয়ে। স্যারোগেসি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন জায়গায় নিজেদের এই ঘটনা পরচার করছে ওই পরিবার। বয়স বাড়লেও স্যারোগেসি সম্ভব বলে মনে করছে চিকিৎসকরা।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













