হজ করতে লাগবে ৩ লাখ ৬০ হাজার টাকা
আপডেট: ২০১৬-০১-১১ ২০:১৪:২০
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ এ ৬ হাজার টাকা ও প্যাকেজ-২ এ ৮ হাজার টাকা বাড়িয়ে জাতীয় হজ ও ওমরা নীতি ২০১৬ অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ সফিউল আলম এ কথা জানান।
সচিব বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ খরচ হবে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর হজ প্যাকেজ-২ এ খরচ হবে তিন লাখ ৪ হার ৯ শত ০৩ টাকা। গত বছর এ দুটি প্যাকেজে যথাক্রমে খরচ হয়েছিল তিন লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৯৬ হাজার টাকা।
সচিব জানান, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি হজযাত্রীর জন্য ১ লাখ ৫৫ হাজার টাকা নেয়া হবে। এর সঙ্গে যোগ হবে থাকা-খাওয়া খরচ। গত বছর এ প্যাকেজের জন্য নেয়া হয়েছিল ১ লাখ ৪৮ হাজার টাকা। এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ১২ হাজার টাকার মতো। এ বছর প্রত্যেক হজযাত্রীকে আইডি কার্ড দেয়া হবে বলেও জানান তিনি।
গত বছর হজযাত্রীদের লাগেজ পাওয়া নিয়ে বিড়ম্বনার বিষয়ে বৈঠকে আলোচনা হলে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আশা করছি, এ বছর এ রকম কোনো সমস্যা হবে না।’
এ বছর সরকারিভাবে ৫ হাজার ও বেসরকারিভাবে ১ লাখ ৮ হাজার ৮ শত ৬৮ জন এবার হজে যাওয়ার সুযোগ পাবেন বলেও মন্ত্রিসভায় জানানো হয়। গত বছর হজ পালন করেছিললেন ১ লাখ ১ হাজার জন।
সানবিডি/ঢাকা/এসএস