

কার হাতে উঠছে ২০১৫ সালের ব্যালন ডি’অর পুরস্কার? লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? নাকি সবাইকে চমকে দিয়ে বাজিমাত করবেন নেইমার? এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা। এজন্য বিশ্বের ফুটবল অনুরাগীদের অধীর আগ্রহে তাকিয়ে থাকতে হবে আজ রাতে জুরিখের চোখ ধাঁধানো মঞ্চে।
২০১৪ সালে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবার পাল্লা অনেকটাই ঝুঁকে রয়েছে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির দিকে। গত বছর অভাবনীয় সাফল্য পেয়েছেন এই বার্সালোনা ফরোয়ার্ড। ওই বছর তিনি বার্সাকে এনে দিয়েছেন ট্রিপল শিরোপা। সব মিলিয়ে তার অদম্য পারফরম্যান্সে সদ্য শেষ হওয়া বছরে মোট পাঁচটি শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
একই বছর কোপা আমেরিকা কাপে নিজের দেশকে ফাইনালে তুলে আনতে কাণ্ডারির ভূমিকা পালন করেন লিওনেল মেসি। সব মিলিয়ে গত মৌসুমে তার গোলসংখ্যা ৬২ ম্যাচে ৫৫টি। শুধু গোল করাই নয়, অসংখ্য গোলে অ্যাসিস্টও করেছেন মেসি। এসবই তাকে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রেখেছে। আর এবার যদি তা পেয়ে যান তাহলে পাঁচবারের মতো ফিফা ব্যালন ডি’অর খেতাব পাবেন ভিনগ্রহের ফুটবলার। আর এটি হবে তার আরেক কীর্তি।
এদিকে, এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা রিয়াল তারকা রোনালদো গত মৌসুমে ৫৭ ম্যাচে করেন ৫৭ গোল। এত সংখ্যক গোল করলেও তিনি প্রিয় ক্লাবকে কোনও শিরোপা এনে দিতে পারেননি। তবে এই গোল সংখ্যার নিরিখেই এবার এই পুরস্কার জিতবেন বলে আশায় বুক বাঁধছেন রোনালদো অনুরাগীরা। কারণ গোল সংখ্যায় মেসিকে টপকে আছেন সিআরসেভেন।
অন্যদিকে, বার্সালোনার পাঁচ শিরোপা জয়ের কৃতিত্বের অংশীদার মেসির ক্লাব সতীর্থ নেইমারও। গত মৌসুমে তিনি ৬৪ ম্যাচে করেন ৪৬ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোলও করেন এই ব্রাজিলীয়ান তারকা। সব মিলিয়ে এবারের লড়াইটা জমজমাট হবে আশা করছেন ফুটবল বোদ্ধারা।
সানবিডি/ঢাকা/এসএস