কুবিতে শিক্ষকদের আন্দোলনে বন্ধ ক্লাস-পরীক্ষা
প্রকাশ: ২০১৬-০১-১১ ১৪:৫৬:৩৪

অষ্টম জাতীয় পে-স্কেলে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার প্রতিবাদে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও (কুবি) লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে কুবিতে এ কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।সকাল থেকেই কুবির সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকদের কর্মবিরতিতে হয়নি কোন ক্লাস ও পরীক্ষা।
বিভিন্ন বিভাগে পূর্বঘোষিত পরীক্ষা, সেমিনার অনুষ্ঠিত হয়নি।এর আগে অষ্টম জাতীয় পে-স্কেলে বৈষম্য নিরসন এবং শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ১১ জানুয়ারি থেকে সারাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শিক্ষক সমিতি বলেন, অষ্টম জাতীয় পে-স্কেলে শিক্ষকদের হেয় করা হয়েছে।প্রস্তাবিত দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের এ কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/ইলাহী/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













