উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে পুঁজিবাজারে
প্রকাশ: ২০১৬-০১-১১ ১৫:১৫:০৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সোমবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন দুই বাজারেই সব ধরনের সূচক বেড়েছে। এক ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নিয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬২টি কোম্পানির। আর কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০০ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১ পয়েন্টে।
অপরদিকে, সিএসই সার্বিক সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩১২ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













