অর্ধবর্ষ শেষে সাউথইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইপিইউ ৬২ পয়সা
প্রকাশ: ২০১৬-০১-১১ ১৫:৪৪:০৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অর্ধবর্ষে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬২ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জুলাই ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি এ আয় হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের হিসাব বছরে একই সময়ে ফান্ডটির আয়ের পরিমাণ ছিল ৭৭ পয়সা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ১৯.৪৮ শতাংশ।
অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৪২ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে ফান্ডটির ইউনিটপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪১ পয়সা।
এ ছাড়া ২০১৫ সালের ৩১ ডিসেম্বর বাজার দরে ও ক্রয়মূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য ছিল যথাক্রমে ১২.২৯ টাকা ও ১১.৬৬ টাকা।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













