রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুরের কলিবরের বাজার এলাকায় প্রতিপক্ষের লোকজন কুপিয়ে সুজন তালুকদার (২৬) নামে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে রিমন ও ইমরানুল নামে আরো দুই জন।
সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। আহতদের মধ্যে রিমনকে ফরিদপুর এবং ইমরানুলকে রাজবাড়ী সদর হাসপাতালের ভতির্ করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার পর থেকে থানা ও ডিবি পুলিশের সদস্যরা এলাকায় অবস্থান করছে। তবে কি কারণে এই হতা হতের ঘটনা ঘটানো হয়েছে তা তিনি জানাতে পারেন নি।