কোন ক্লাস এবং পরীক্ষা হয়নি জবিতে

আপডেট: ২০১৬-০১-১১ ১৮:৪৫:১১


7-Jagannath-copyবৈষম্যমূলক ৮ম পে-স্কেলের প্রতিবাদ ও শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলসহ পাঁচ দফা দাবিতে পূর্ণ কর্মবিরতি ঘোষণার প্রথম দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত দাবির সাথে অনির্দিষ্ট কালের জন্য পূর্ণ কর্ম বিরতি পালন করেন জবি শিক্ষক সমিতি।

সরেজমিনে দেখা যায়, কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হলেও জবিতে ছিল অন্য চিত্র। সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। প্রশাসনিক সকল কাজ বন্ধ করে রাখেন তারা।

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নেয়া হয়নি ফলে পরীক্ষার্থীরা পরীক্ষার হল থেকে ফিরে যেতে বাধ্য হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, পরীক্ষার সময় অনুযায়ী হলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। আমরা উপস্থিত হয়েছিলাম কিন্তু সময়ানুযায়ী পরীক্ষার হলে দায়িত্বরত কোন শিক্ষক না থাকায় আমরা পরীক্ষার হল ত্যাগ করে চলে যাই।

জবি শিক্ষক সমিতির সভাপতি ড.কাজী সাইফুদ্দীন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে। আমাদের আন্দোলন করা ছাড়া বিকল্প কোন পথ খোলা রাখেনি সরকার। তাই উচ্চ শিক্ষাকে বাঁচানোর জন্য আমাদের এই আন্দোলন। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হলে তা সরকারের কারণে হচ্ছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন উক্ত দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ১১ই জানুয়ারি (সোমবার) থেকে পূর্ণ কর্ম বিরতির সিদ্বান্ত দিয়েছেন। দাবী পূরণ না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ