মহামারিতেও শ্রীলঙ্কার চা খাতে চাঙ্গাভাব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৭ ১৪:২৭:১৫

চলমান মহামারি করোনার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে শ্রীলংকার চা খাত। দেশটিতে চা উৎপাদন ও রফতানির পরিমাণ বাড়ছে পাল্লা দিয়ে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির চা উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪০ লাখ ৩০ হাজার কেজি। খবর ডেইলি এফটি।
গত বছরের মার্চে করোনা মহামারীর শুরু দিকে শ্রীলংকায় চা উৎপাদনের পরিমাণ ছিল ৫ কোটি ৩৬ লাখ ৮০ হাজার কেজি। চলতি বছর উৎপাদন ২ কোটি ৩ লাখ ৫০ হাজার বেড়ে ৭ কোটি ৪০ লাখ ৩০ হাজার কেজিতে পৌঁছে। প্রবৃদ্ধির হিসেবে এ খাতের সব ক্ষেত্রেই বলিষ্ঠ ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। গত বছরের কমে যাওয়া উৎপাদন এ বছরের মার্চে ৪৮ শতাংশ বেড়েছে।
ক্রমবর্ধমান উৎপাদনের ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সিটিসি চা মোট উৎপাদন হয়েছে ৬৫ লাখ ৮০ হাজার কেজি। গত বছরের একই সময়ে এ চা উৎপাদন হয়েছিল ৫৩ লাখ ২০ হাজার কেজি। সে হিসেবে উৎপাদন বেড়েছে ১২ লাখ ৬০ হাজার কেজি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













