পাকিস্তান সুপার লিগের বদলি খেলোয়াড়ের ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। তারা তিনজন খেলবেন ভিন্ন তিন দলের হয়ে। অন্যদিকে অবিক্রিত রয়ে গেছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।
গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হয়েছিল পিএসএলের ষষ্ঠ আসর। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৪টি ম্যাচ হওয়ার পর ৪ মার্চ স্থগিত করা হয় এ টুর্নামেন্ট। পরে ঠিক করা হয়, করাচিতে আগামী ১ জুন থেকে হবে আসরের বাকি ২০টি ম্যাচ।
কিন্তু এ সময় আবার পাওয়া যাবে না অনেক খেলোয়াড়কে। তাই মঙ্গলবার প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে সব দলগুলোকে নতুন খেলোয়াড় নেয়ার সুযোগ করে দিয়েছেন আয়োজকরা। যেখানে ছিল ১৩২ জন বিদেশি খেলোয়াড়ের নাম। বাংলাদেশ থেকে ছিলেন ৬ জন।
এর মধ্যে লাহোর কালান্দার্সে সাকিব আল হাসান, মুলতান সুলতানসে মাহমুদউল্লাহ রিয়াদ এবং করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। এ নিয়ে দেশের বাইরে দ্বিতীয়বার কোনো টুর্নামেন্টে দল পেলেন লিটন। ২০১৯ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএল খেলেছিলেন তিনি।
পিএসএলের এই দ্বিতীয় পর্বে যেসব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম অফিসিয়ালরা খেলবেন, তাদের সবাইকে করাচিতে একটি হোটেলের আলাদা আলাদা কক্ষে সাতদিনের কঠোর কোয়ারেন্টাইন করতে হবে। যা শুরু হবে ২২ মে থেকে। পরে তিনদিনের অনুশীলন করে মাঠে নামবেন তারা।
সানবিডি/এএ