বর্তমানে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর একটি ব্রাজিল।গত বছর করোনা মহামারীতে বড় ধরনের ধাক্কার মধ্যেও জ্বালানি তেল উত্তোলন ও রফতানি বৃদ্ধি করেছিল দেশটি। তবে চলতি বছর ব্রাজিলের জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ কমেছে। পাশাপাশি কমেছে প্রাকৃতিক গ্যাস উত্তোলনও। চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ৬ শতাংশ হ্রাস পেয়েছে। দেশটির ন্যাশনাল পেট্রোলয়াম এজেন্সি (এএনপি) সোমবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত জ্বালানি জায়ান্ট পেট্রোব্রাস। প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে পেট্রোলিও ব্রাসিলেইরো নামেও পরিচিত। ব্রাজিলে যে পরিমাণ জ্বালানি তেল উৎপাদিত হয়, তার ৭৫ শতাংশই উত্তোলন করে পেট্রোব্রাস। খাতসংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি জায়ান্ট পেট্রোব্রাসের জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ কমে যাওয়ায় দেশের সার্বিক উত্তোলনও কমে গেছে।
এ ব্যাপারে ন্যাশনাল পেট্রোলিয়াম এজেন্সির (এএনপি) দেয়া তথ্যমতে, এ বছরের প্রথম প্রান্তিকে ব্রাজিল দিনপ্রতি গড়ে ২৮ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে। গত বছরের প্রথম প্রান্তিকে দেশটি প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল করে জ্বালানি তেল উত্তোলন করে।
সানবিডি/এনজে