সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ফখরুল ইসলাম(৫৫) ও ফজলুল হক(৪০) নামের আপন দুই ভাই মারা গেছেন। এসময় আরও তিনজন কৃষক আহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা, স্থানীয় মধুরাপুর গ্রামের মৃত মন্নাফ মিয়া ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা জানায়, হাওরে তারা ধান কাটছিলেন এসময় সকাল ৮টায় হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে ফখরুল ইসলাম ও ফজলুল হক নিহত হন।
সানবিডি/এনজে