মহামারি করোনার প্রকোপ রোধে দেশজুড়ে চলমান লকডাউনের ধারাবাহিকতায় সীমিত পরিসরে ব্যাংকিং লেনদেন ২৮ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিদিন সকাল ১০ টা দুপুর ১ টা পর্যন্ত সীমিত জনবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে। তবে ব্যাংক লেনদেনের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং আনুষঙ্গিক কাজ পরিচালনার জন্য ব্যাংক খোলা রাখা যাবে।
আজ বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মবর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায়, বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে বলা হয়েছে, নতুন সময় অনুযায়ী, সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল জারিকৃত সার্কুলার অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এর মধ্যে লেনদেন হবে দুপুর ১টা পর্যন্ত। পরবর্তীতে ২০ এপ্রিল জারি করা এক সার্কুলারে নির্দেশনাটি ২১ এপ্রিল ২০২১ হতে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।