মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়ন পরিষদে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই সহায়তায় মোট পাঁচশত দারিদ্র্য ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় ১নং গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এসএম ফেরদৌস দারিদ্র্য ও দুঃস্থ পরিবারের মাঝে এ সকল সহায়তা গুলো তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে গড়পাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সায়েদুর রহমান, গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার সাহাসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ ছাড়াও বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ের পয়ষট্টি জন দারিদ্র্য পরিবারের প্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্য গন উপস্থিত ছিলেন।