জার্মানির একাধিক সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, জার্মানির একটি হাসপাতাল থেকে চারজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ বুধবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের কাছাকাছি ওবেরলিন ক্লিনিকে পৌঁছায়।
জার্মান পুলিশের এক মুখপাত্র বলেছেন, এসব মৃত্যু ‘সহিংসতার ফলাফল’ এবং এর জন্য ৫১ বছর বয়সী ওই নারীকে প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে।
বার্লিন সীমান্তবর্তী পটসড্যাম শহরে অবস্থিত ওবেরলিন ক্লিনিক মূলত একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল। সেখানে ১৬০টি শয্যা এবং ৩০০ কর্মী রয়েছেন বলে জানা যায়।
বুধবারের ঘটনায় মৃতরা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়। তাদের হত্যার উদ্দেশ্যও এখনো জানা যায়নি।
এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি জার্মান পুলিশ।