মেঘনা পেট্রোলিয়ামের এজিএম ২০ ফেব্রুয়ারি
প্রকাশ: ২০১৬-০১-১২ ১০:৪২:২৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামি ২০ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়াম শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।ডিএসই সূত্রে আরও জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের কাছে হল-২ এ ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫১ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













