উচ্চ সুদে ঋণ আর বিশ্ব অর্থনীতি মন্দার কারণে বিগত কয়েক বছর থেকেই ভালো নেই দেশের জাহাজ নির্মাণ শিল্প। এর মধ্যে আবার মহামারি করোনার তান্ডব । এতে তীব্র সংকটে পড়েছে এ শিল্প। সংকট কাটিয়ে উঠতে তাই আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৬ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চেয়েছে এ খাতের শিল্প উদ্যোক্তারা। এছাড়া জাহাজ রফতানিতে জরুরি ভিত্তিতে সভরিন ব্যাংক গ্যারান্টি প্রদানে তহবল গঠনের দাবিও জানিয়েছেন তারা।
সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে দেয়া একটি চিঠিতে এ দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের (এইওএসআইবি) সভাপতি ড. আব্দুল্লাহিল বারী। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বিগত ২০০৭ সাল থেকে বাংলাদেশ থেকে মোট ৪০টি জাহাজ রফতানির মাধ্যমে আনুমানিক ১২০ মিলিয়ন ডলার আয় হয়েছে। প্রতি বছর অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ১০০টিরও বেশি জাহাজ নির্মাণ করে। ফলে এ শিল্প আমদানি বিকল্পে বিশাল ভূমিকা রাখছে। কেননা অতীতে আমাদের মূল্যবান বৈদিশেক মুদ্রা ব্যয়ে এসব জাহাজ ইউরোপ ও চীন থেকে আমদানি করতে হতো। তাছাড়া এ খাতে বর্তমানে ৫০ হাজার শ্রমিক-কর্মচারী সরাসরি নিয়োজিত রয়েছেন। এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত অসংখ্য ছোট-বড় পশ্চাত্পদ সংযোগ শিল্প যেমন কেবলস, ফার্নিচারস, পেইন্টস ইত্যাদির মাধ্যমে পরোক্ষভাবে প্রায় ৩ লাখ শ্রমজীবী মানুষ কাজ করছে।
সানবিডি/এনজে