ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ সদস্যের ওয়ানডে দলে দীর্ঘদিন পর জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেলেন পেসার শহিদুল ইসলাম।
ওয়ানডে ক্রিকেটে ইমরুল কায়েস সবশেষ খেলেছেন ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর থেকেই নেই দলে। অনেক দিন পর সুযোগ পেলেন তিনি। নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কা সফর থেকে সরিয়ে নেওয়া সাকিব আল হাসানও আছেন প্রাথমিক দলে।
প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে রোববার থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। টেস্ট সিরিজ খেলে বাকি ক্রিকেটাররা পরে যোগ দেবেন ক্যাম্পে।
আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো এই সিরিজের ভেন্যু নিশ্চিত হওয়া যায়নি। তবে বলা হচ্ছে ২১ মে গড়াতে পারে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। ২৩, ২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হতে পারে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ।
২৩ সদস্যের প্রাথমিক দল
তামিম ইকবাল খান, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শাহিদুল ইসলাম।
সানবিডি/এএ