প্রথম ঘণ্টায় হল্টেড আইটি কনসালটেন্টস
প্রকাশ: ২০১৬-০১-১২ ১১:৪৭:২৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে পুঁজিবাজারে লেনদেনে আসা নতুন কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারের। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। প্রসঙ্গত, কোম্পানিটি গত ১০ জানুয়ারি পুঁজিবাজারে লেনদেন শুরু করে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৮ লাখ ৭২ হাজার ৩৯৫টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৫৬ টাকা ৮ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫১ টাকা ৭ পয়সা। ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













