ভারতে মহামারি করোনার সংক্রমণের কারণে প্রতিদিনই অস্বাভাবিকভাবে বাড়ছে মৃত্যুর মিছিল। প্রিয়জনদের লাশ সৎকারে শ্মশানের বাইরে লাইনে দাঁড়াতে হচ্ছে স্বজনদের। অনেকে সৎকার করতে না পেরে মর্গে রাখছেন লাশ। কিন্তু দেশটির পশ্চিমবঙ্গের হুগলিতে হাসপাতালের মর্গেও আর জায়গা নেই। তাই খোলা আকাশের নিচেই ফেলে রাখা হচ্ছে লাশগুলো। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার মানুষ। অবিলম্বে লাশ সৎকারের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।
এ ব্যাপারে জিনিউজ জানিয়েছে, ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। নিহতদের লাশ সৎকারে ইতোমধ্যেই ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। শেষকৃত্যের সমস্ত খরচও রাজ্য বহন করবে, তবে ডেথ সার্টিফিকেট দেখাতে হবে পরিবারকে।
সানবিডি/এনজে