

আয়নাল ফকির। দু’চোখ অন্ধ। হাতের লাঠিতে ভর দিয়ে দিনভর শহরের রাস্তায় ভিক্ষা করেন। ভিক্ষার টাকায় চলে তার সংসার। লোকটাকে প্রথমবার দেখে মনে হতে পারে, লোকটা ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিন্তু আরেকটু গভীরে গেলে জানা যাবে ভিন্ন তথ্য। আপাদমস্তক রহস্যেঘেরা তার জীবন। হাতের ইশারায় অনেক কিছুই করতে পারেন। অথবা এমনটাও হতে পারে হয়তো অন্ধের ভান করেন। তবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেল, আয়নাল ফকির প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের প্রধান চরিত্র। চরিত্রটাতে রূপদান করেছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। শুটিং চলছে মানিকগঞ্জে। আয়নাল ফকিরেই ডুবে আছেন বাবু। ফোন ধরছেন না। কথা হলো, নির্মাতা প্রসূন রহমানের সঙ্গে। তিনি বললেন, এই আয়নাল ফকির একটি রহস্যময় চরিত্র। চলচ্চিত্রটির গল্প তার হাত ধরেই এগিয়ে যায়। একধরণের সূত্রধর বলা যেতে পারে তাকে। ঢাকায় আসার পেছনে আমরা দশটি কারণকে চিহ্নিত করেছি। এই দশটি কারন নিয়ে দশটি গল্প আমরা দেখতে পাই আয়নাল ফকিরের মাধ্যমে।’
কিভাবে সেটা? আরো খোলাশা করলেন প্রসূন। বললেন, নানা অলিগলিতে হেঁটে ফিরতে দেখা যায় এই আয়নাল ফকিরকে। তার হাঁটা, তার দৃষ্টি নিক্ষেপের ভেতর থাকে রহস্য। অন্ধ এ ফকির হয়তো কারো সঙ্গে ধাক্কা খেলেন হাটতে গিয়ে। তখনই ওই মানুষটার সঙ্গে আমাদের গল্প জড়িয়ে যেতে থাকে। আমরা দেখতে থাকি তার গল্প। এভাবেই নানাভাবে আয়নাল ফকির গল্পের সূত্রধর।’
এবার শুটিং প্রসঙ্গে- ‘চলছে শুটিং। খুব চমৎকার কাজ হচ্ছে। কুয়াশার কারনে একটু ঝামেলা হচ্ছে। এছাড়া বাকিসব ঠিক আছে। আজ রাতে একটি গানের চিত্রায়ন হবে। মমতাজের কণ্ঠে গানটি রেকর্ড হয়েছে।’
গতকাল থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে ছবিটির জীবিকার সন্ধানে এবং নানামুখী স্বপ্নপূরণে ঢাকায় আসবার জন্যে পথে নামা আরো কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করছেন-নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক এবং নবাগত সেরা জামান।
সানবিডি/ঢাকা/আহো