দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২২২ কোটি টাকা

প্রকাশ: ২০১৬-০১-১২ ১৪:০৭:২০


dseফের লেনদেনের পরিমাণ কমছে দেশের শেয়ারবাজারে। গত কয়েক দিন প্রথম দুই ঘণ্টায় ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হলেও মঙ্গলবার একই সময়ে লেনদেন হয়েছে ২২২ কোটি ৪৪ লাখ টাকা। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে একই চিত্র দেখা যাচ্ছে। মঙ্গলবার প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬ কোটি টাকা।

এদিকে দিনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও লেনদেন শুরুর আধঘন্টার ব্যবধানে দরপতনের শিকার হয় বাজার। এরপর কিছুটা ঘুরে দাঁড়ালেও বেলা ১২টায় সূচকের পতনে চলছে লেনদেন। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ৬.৭৯ পয়েন্ট। এর ফলে বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৫৬.৮৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির লেনদেন হয়েছে ১১ কোটি ১৮ লাখ ১৩ হাজার টাকার শেয়ার। ১০ কোটি ২০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইটি কনসালটেন্ট। তৃতীয় স্থানে থাকা এমারল্ড অয়েলের লেনদেনের পরিমাণ হচ্ছে ৯ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে-বিডি থাই, গোল্ডেন হার্ভেস্ট, কেডিএস এক্সেসরিজ।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসইসিএক্স ১.৪৩ পয়েন্ট কমে ৮৬৬১.৯৮ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

সানবিডি/ঢাকা/আহো