গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ৬০বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তার বাড়ি সদর উপজেলায়।
সোমবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, শুরু থেকে এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা এক হাজার ৬৪৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৫২৫জন।
বাকী ১১৯ জন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০ জন সদর হাসপাতালের ‘কোভিড-১৯ ওয়ার্ডে’ চিকিৎসাধীন।