এনআরবি ব্যাংক লিমিটেডের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন মো. মুখতার হোসেন। ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মুখতার হোসেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে সম্প্রতি তিনি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে অবসর গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে মুখতার হোসেন ১৯৮৪ সালে বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩৭ বছরের কর্ম জীবনে তিনি প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সানবিডি/এএ