মা হচ্ছেন সানি লিওন!

প্রকাশ: ২০১৬-০১-১২ ১৬:১৬:১০


sunnyক’দিন আগে বলিউড তারকা সানি লিওন নিজেই জানিয়েছিলেন, শাশুড়ি চাপ দিচ্ছে সন্তানের জন্য। বলিউডে কানাঘুষোও চলছে কিছু দিন ধরে, মা হতে চলেছেন সানি। বিষয়টা এখনও পরিষ্কার না হলেও ইতিমধ্যেই পর্দায় মায়ের চরিত্রে দেখা যাবে সানিকে। স্বয়ং সানিই সেই জল্পনা উস্কে দিয়েছেন। সদ্য সদ্যই মুক্তি পেয়েছে সেক্স কমেডি ‘মস্তিজাদে’।

মস্তিজাদের অভিনেত্রীকে মা হতে চান কি না জিজ্ঞাসা করতেই সানি বলেন, “কেন নয়? আগামী ছবিতে আমি মায়ের রোলে অভিনয় করছি। আমি বাচ্চা ভালবাসি। তবে পেশার চাপে এখনই ব্যক্তিগত জীবনে মা না হলেও, ভবিষ্যতে নিশ্চয়ই মা হতে চাই।”

সানবিডি/ঢাকা/আহো