পুঁজিবাজারের তালিকাভুক্ত এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১২ দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৩ পয়সা।
৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (বাজার দামে) হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে। ফান্ডটির ম্যানেজার এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেড।