ড্যাফোডিল কম্পিউটার্সের লভ্যাংশের চেক বিতরণ শুরু ১৭ জানুয়ারি

প্রকাশ: ২০১৬-০১-১২ ১৮:১৩:৫৯


Daffodilআইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের ওয়ারেন্ট (চেক) বিনিয়োগকারীদের বিতরণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি রোববার থেকে ১৯ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত বিনিয়োগকারীদের কোম্পানির হেড অফিসে গিয়ে সরাসরি লভ্যাংশের চেক সংগ্রহের জন্য কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। লভ্যাংশের চেক সংগ্রহ করা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। যোগাযোগের ঠিকানা- ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ৬৪/৩ লেক সার্কাস কলাবাগান, মিরপুর রোড, ঢাকা-১২০৫।

‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।