কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

প্রকাশ: ২০১৬-০১-১২ ১৮:২১:২৯


comilla-universityবাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১২ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছে।পূর্ব ঘোষণা অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছে শিক্ষকরা।

অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে কর্ম বিরতি শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।বরি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতারা  জানান, দ্বিতীয় দিনের মতো শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছে। ঘোষণা অনুযায়ী শিক্ষকদের দাবি মানা না হলে আন্দোলন চলতে থাকবে।