নকশা অনুমোদন না করেই পুরান ঢাকার হাটখোলায় বহুতল ভবন নির্মাণ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সে কারণে দীর্ঘদিন ধরে ভবনটি ব্যবহার করতে পারছে না সংগঠনটি।
বুধবার (৫ মে) এফবিসিসিআইয়ের নতুন লোগো ও সংস্কার করা মতিঝিলের ফেডারেশন ভবনের (নতুন নাম এফবিসিসিআই আইকন) উদ্বোধন হয়।
অনলাইনে সংগঠনটির নতুন লোগো ও সংস্কার করা এফবিসিসিআই আইকন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ, আবদুল মাতলুব আহমাদ, শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
এ সময় সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘হাটখোলার ভবনটি তিন বছর ধরে পড়ে আছে। কারণ, ভবনটির নকশা পাস করা ছিল না। আমরা সম্প্রতি নকশা পাস করেছি।’ তিনি আরও জানান, মতিঝিলের ভবনের মালিকানা এখনো এফবিসিসিআইয়ের নামে নেই। মালিকানা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই কাজটি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাটখোলায় এফবিসিসিআই ভবন নিয়ে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘ক্ষমতায় থাকলে আইনকানুন তোয়াক্কা না করার প্রবণতা রয়েছে। নকশা পাস না করে ভবন নির্মাণ করা আমাদের গাফিলতি। ৪ কোটি ১৭ লাখ টাকা দিয়ে জমি কেনার পরও আমরা হাতিরঝিলে বিজিএমইএ ভবন হারিয়েছি। ইপিবির কাছ থেকে জমি কেনার পর নিবন্ধনের সময় দেখা গেল তারা মালিক নয়। মূল মালিক বাংলাদেশ রেলওয়ে ইপিবিকে জমি কাগজে–কলমে লিখে দেয়নি।’
সানবিডি/এএ