স্বাস্থ্যবীমায় ভ্যাট প্রত্যাহারের দাবী জানিয়েছে বিআইএ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৬ ১৪:২৪:১৪

স্বাস্থ্যবীমায় আরোপিত মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। একই সঙ্গে সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতের অংশ হিসেবে স্বাস্থ্যবীমায় সরকারি ভর্তুকি প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটকে কে সামনে রেখে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিআইএ সভাপতি শেখ কবির হোসেন।
বিআইএ সভাপতি বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনায় এখনো সকলের জন্য সরকারের পক্ষে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবস্থায় কেউ স্বাস্থ্যবীমা করে স্বাস্থ্যঝুঁকি কমানোর চেষ্টা করলে, তাতে কর আরোপ করে নিরুৎসাহিত করা কোনোভাবে যুক্তিযুক্ত নয়।
এ ব্যাপারে তিনি বলেন, স্বাস্থ্যবীমার ওপর ১৫ শতাংশ ভ্যাট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এক্ষেত্রে কেন এবং কোন যুক্তিতে কর আরোপ করা হলো, তা বুঝি না। উল্টো এখানে সরকারের ভতুর্কি দেওয়া উচিত।
শেখ কবির বলেন, করোনার কারণে ভেতরে ভেতরে অর্থনীতির যুদ্ধ চলছে। করোনা চলে যাওয়ার পর অর্থনীতির শ্রেষ্ঠত্ব অর্জন নিয়ে আবারো যুদ্ধ শুরু হবে। দেশকে শক্তিশালী করতে হলে, মানুষের নিরাপত্তার জন্য, সম্পদের নিরাপত্তার জন্য বীমার বিকল্প নেই।
বীমা খাতের উন্নয়নে পুনঃবীমার ওপর ভ্যাট প্রত্যাহার, বীমা কমিশনের ওপর উৎসে ৫ শতাংশ কর আরোপ অন্তত আগামী দুই বছরের জন্য স্থগিত করারও দাবি জানিয়েছে বিআইএ।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











