যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ তার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় রিভিউ করার আবেদন জানাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
শনিবার সকালে কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী শিশির মনির সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আলোচনা করতে মুজাহিদের সঙ্গে দেখা করতে যান পাঁচ আইনজীবী। তারা হলেন- শিশির মনির, নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান ও গাজী তামিম।
আপিল বিভাগ গত বুধবার মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করেন এবং তা কারা কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে সেই মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
গত ১৬ জুন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর এ দুজনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর ০১ অক্টোবর দুজনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। সে থেকে দুজনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন।