অবশেষে ঢাকায় পা রাখলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। করোনাভাইরাসের কারণে আইপিএল স্থগিত হওয়ায় ভারত থেকে দেশে ফিরেছেন তারা।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বিশেষ ব্যবস্থায় তারা দেশে ফেরেন। এখন তাদের দুজনকেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেল সোনারগাঁওয়ে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিমানবন্দর থেকে তারা সরাসরি সোনারগাঁও হোটেলে যান। ওখানে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে দুজনের জন্য। দুজনই একই ফ্লাইটে ফিরছেন। তাদের খরচের কিছু অংশ বহন করেছে দুজনের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।
মঙ্গলবার আইপিএল স্থগিত হয়ে গেলে অনেক বিদেশি ক্রিকেটারদের মতো সাকিব-মোস্তাফিজেরও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সামনে শ্রীলঙ্কা সিরিজ থাকায় তাদের বিশেষ ব্যবস্থায় ফেরানোর পাশাপাশি কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বোর্ড। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তাদের জন্য কোনো ছাড় নয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করতে হবে তাদের।