সম্পূর্ণরূপে ক্লাস পরীক্ষা বন্ধ জবিতে

আপডেট: ২০১৬-০১-১২ ১৯:৫০:৩৫


JnU teacher news photo(1)অষ্টম বেতন কাঠামো পুনর্বিবেচনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন-কাঠামোর দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাসসহ মিডটার্ম এবং সেমিস্টার উভয় পরীক্ষা সম্পূর্ণ ভাবে বর্জন করেছেন শিক্ষকরা।

তবে আন্দোলনের কর্মসূচীতে তাদের উপস্থিতি কম। অভিযোগ পাওয়া গেছে আন্দোলনের নামে ছুটি কাটাচ্ছেন শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসুচি অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জবি শহীদ মিনারের সামনে কর্মসূচী পালন করেন শিক্ষকরা। এসময় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষকের দশ থেকে পনের জনকে উপস্থিত থাকতে দেখা যায়।

এসময় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বলেন, আমাদের আন্দোলন ন্যায্য। আন্দোলন শুরু হয়েছে, যতক্ষন পর্যন্ত সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে দাবি মেনে না নেয় এই আন্দোলন লাগাতার চলবে।

শিক্ষকদের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, প্রতিদিন তিন শতাধিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। তবে তাদের অনেকেই প্রশ্নপত্র তৈরি, খাতা মূল্যায়ন ও মডারেশনসহ বিভিন্ন কাজ করে। এজন্য উপস্থিতি কম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করেন, আন্দোলনের নামে অধিকাংশ শিক্ষক ছুটি কাটাচ্ছেন। কর্মসূচীতে অংশগ্রহণ না করলে আন্দোলন বিফল হতে পারে বলে শংকা প্রকাশ করেন তিনি।

এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের আশংকায় ভূগছেন শিক্ষার্থীরা। মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান শাকিল বলেন, চলতি মাসেই তাদের সেমিস্টার ফাইনাল হবার কথা ছিল। না জানি এ সেমিস্টার কবে শেষ হয়।

গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত রাজ বলেন, তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিলো। কিন্তু শিক্ষকদের আন্দোলনের কারনে সে আজকের (মঙ্গলবার) পরীক্ষা দিতে পারে নি। বিষয়টি আমলে নিয়ে সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

সানবিডি/ঢাকা/রাআ