চলমান মহামারি করোনা পরিস্থিতির মাঝেও দিনাজপুরের হিলি স্থলবন্দর রাজস্ব আহরণে প্রবৃদ্ধিল ধারা ধরে ধরে রেখেছে। হিলি শুল্ক স্টেশন কর্তৃপক্ষ চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ১০৬ কোটি ৪৩ লাখ টাকা আহরণ করেছে।
এ ব্যাপারে হিলি স্থল শুল্কস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২৪৩ কোটি ৮১ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৩৫০ কোটি ২৪ লাখ ৯৯ হাজার টাকা। সেই হিসাবে বাড়তি আহরণ হয়েছে ১০৬ কোটি ৪৩ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ আশা করছে, রাজস্ব আহরণের এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরের বাকি দুই মাসেও লক্ষ্যমাত্রার অধিক আহরণ সম্ভব হবে।
সানবিডি/এনজে