জবির ‘বি’ ইউনিটের ৩য় মেধাতালিকা প্রকাশ

আপডেট: ২০১৬-০১-১২ ১৯:৫৭:০৮


JNU 1জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সেমিস্টারে বি ইউনিটের বিষয় ভিত্তিক ৩য় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানায়, বি ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ৬৫২ থেকে ১১৮৭ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ১৬১ থেকে ৩২৪ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ৭৯ থেকে ২৪৮ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীগণ ৩য় মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৩য় মেধা তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে ।

সানবিডি/ঢাকা/রাআ