ইবি’র ভর্তি পরীক্ষায় বিশেষ কোটার ফল প্রকাশ
আপডেট: ২০১৬-০১-১২ ২১:১০:৩০

ইসলামী বিশ্ববদ্যিলয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট কোটা সমন্বয়কারীর কার্যালয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারী মুক্তিযোদ্ধা কোটার এবং ১০ জানুয়ারী উপজাতি/ক্ষুদ্র জনগোষ্ঠী/নৃ-গোষ্ঠী/হরিজন/দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়।
উক্ত সাক্ষাত্কারের ভিত্তিতে আজ মঙ্গলবার কোটার ফল প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৭ জানুয়ারীর মধ্যে ভর্তি হতে হবে। আগামী ১৮ থেকে ১৯ জানুয়ারীর মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে বিশেষ কোটায় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করা হবে।
বিশেষ কোটায় ভর্তির ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইট www.iu.ac.bd তে পাওয়া যাবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













