মাছের খাদ্য উৎপাদন ও সরবরাহে চুক্তি করবে আমান ফিড

প্রকাশ: ২০১৬-০১-১২ ২১:৫৮:৫৫


aman-feedমাছের ভাসমান খাদ্য উৎপাদন ও সরবরাহে তামিম এগ্রো লিমিটেডের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিড।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চুক্তির আওতায় আমান ফিড মাছের খাদ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সরবরাহ করবে এবং তামিম এগ্রো লিমিটেড খাদ্য উৎপাদন করে আমান ফিডকে সরবরাহ করবে। আমান ফিড তাদের বিপণন চ্যানেল ব্যবহার করে বাংলাদেশজুড়ে এ খাদ্য বিক্রি করবে।

আগামী ১ মার্চ থেকে আমান ফিডের কাছে উৎপাদিত খাদ্য সরবরাহ করবে তামিম এগ্রো। প্রতিমাসে সর্বোচ্চ ৮০০ টন খাবার উৎপাদন করবে এবং টানা ৯ মাস তা সরবরাহ করবে তামিম এগ্রো।