আগামী ১৬ মে (রোববার) পর্যন্ত ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন গ্রহণ বন্ধ থাকবে বলে এক নোটিশে জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।
পাসপোর্ট অধিদফতর জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতির বিস্তার রোধকল্পে পূর্ব ঘোষিত বিধিনিষেধের কারণে ১৬ মে পর্যন্ত পাসপোর্টের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ (ডেলিভারি) করা হবে।
অধিদফতরের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘যারা ই-পাসপোর্টের জন্য ইতোমধ্যে আবেদন করেছেন এবং এই বন্ধের সময়গুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা পরবর্তী সময়ে তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ রি-শিডিউল করতে পারবেন।’
এর আগে সরকারি বিধিনিষেধের মধ্যে ৫০ শতাংশ জনবল নিয়ে পাসপোর্ট আবেদন গ্রহণ করেছিল অধিদফতর। তবে পরবর্তী সময়ে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
সানবিডি/এএ