আজ থেকে টানা ৬ দিনের ছুটি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। যে কারণে এ সময়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্য আমদানি-রফতানি হবে না। এর মধ্যে আজ শবে কদরের ছুটি। এছাড়া ঈদের সরকারি ছুটি ১৩, ১৪ ও ১৫ মে। আর দুই দেশের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়শনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ও ১২ মে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
এ ব্যাপারে ভোমরা সিএন্ডএফ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শবে কদরের ছুটি একদিন। ঈদের ছুটি তিনদিন। অর্থাৎ চারদিন সরকারি ছুটি থাকলেও উভয় দেশের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আরো দুদিন বাড়িয়ে মোট ছয়দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের আমদানি-রফতানি হবে না। ১৬ মে থেকে যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।
সানবিডি/এনজে