কুয়েতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মরুভূমিতে গ্রেট বুরগান তেলক্ষেত্রে আগুন লেগেছে। সোমবারের এই অগ্নিকাণ্ডে দুই কর্মী আহত হয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থার বরাতে এ খবর জানিয়েছে এসোসিয়েটেড প্রেস (এপি)।
তেলক্ষেত্রটিতে প্রতিদিন ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়। অগ্নিকাণ্ডে তেল উৎপাদন ব্যাহত হয়নি।
দেশটির রাষ্ট্রীয় কুয়েত ওয়েল কোম্পানির মুখপাত্র কুসাই আল-আমের জানান, আহত দুই কর্মীর অবস্থা স্থিতিশীল। তেলক্ষেত্রের কাছে একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
বুরগান তেলক্ষেত্রটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, সৌদি আরবের ঘাওয়ার তেলক্ষেত্রের পরই এটির অবস্থান।
কুয়েতের মোট জনসংখ্যা ৪১ লাখ, যা যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের চেয়েও কম। তেলের মজুদে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশটি। বেশিরভাগ তেলই উৎপাদিত হয় বুরগান থেকে।
সানবিডি/এএ