কৃতিত্ব স্বামীকেই দিলেন কেট

প্রকাশ: ২০১৬-০১-১৩ ১১:২৫:৫৮


kate-winsletহলিউড অভিনেত্রী কেট উইন্সলেট জিতলেন ২০১৬ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। স্টিভ জবস ছবিতে পার্শ্ব চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য পেলেন এ অ্যাওয়ার্ড। এটি তার অভিনয় জীবনের চতুর্থ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তবে এজন্য তিনি পুরো কৃতিত্বটা দিয়েছেন স্বামী নেড রকএনরোলকে।

৪০ বছর বয়সী এ অভিনেত্রী এর আগে আরও বেশ কয়েকটি ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য জিতেছেন নানা পুরস্কার ।

তিনি  এলিসিয়া ভিকান্দারের এক্স মাচিনাস, জনি ফোনডারের ইয়থস্, জেনিফার জ্যাসন লেইফের দ্য হেইটফুল এইটসে ও হেলেন মিরেনের ট্রাম্বোস  সিনেমায়  ভালো অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন।

২০০৯ সালে সেরা পার্শ্বচরিত্র ও সেরা অভিনেত্রীর দুইটি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে তিনি জানান, পুরস্কার জিতে  তিনি খুবই আনান্দিত ও মুগ্ধ।

তবে এই জয়ের জন্য বেশিরভাগ কৃতিত্ব তিনি দিয়েছেন স্বামী নেড রকএনরোলকে। তার ভাষায়, নেডের জন্যই সবকিছু সম্ভব হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস